পরিমাপের জন্য আমরা বিভিন্ন যন্ত্র ব্যাবহার করে থাকি। বৈজ্ঞানিক কাজের জন্য যেসব যন্ত্রাদি সচরাচর ব্যবহৃত হয় সেগুলো হ'লঃ
ক) মিটার স্কেল
খ) ভার্নিয়ার স্কেল
গ) স্লাইড ক্যালিপার্স
ঘ) স্ক্রু গজ
ঙ) তুলা যন্ত্র
চ) থামা ঘড়ি
মিটার স্কেল হ'ল দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র।
ভার্নিয়ার স্কেলও দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র (মিলিমিটারের ভগ্নাংশ)।
স্লাইড ক্যালিপার্স বস্তর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা, ফাঁপা নলের অন্ত:ব্যাস ও বহির্ব্যাস, গোলকের ব্যাস নির্ণয় করা যায়।
স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ এবং ছোট দৈর্ঘ্য নির্ণয় করা যায়।
তুলা যন্ত্র খুব অল্পপরিমাণ জিনিসের ভর সুক্ষ্মভাবে নির্ণয় করার যন্ত্র।
ক্ষুদ্র সময় পরিমাপের জন্য থামা ঘড়ি ব্যবহার করা হয়